• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রদ্ধা ভালবাসায় পাবনায় বঙ্গবন্ধু’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • ''
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২৪

পাবনা প্রতিনিধি:

মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পাবনায় শ্রদ্ধা ভালবাসায় ও বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে উদযাপন করা হয়।

শনিবার সকাল ৯টায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাবনা জেলা পরিষদ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা কমান্ড, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, পাবনার সিভিল সার্জন অফিস, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপথ, পাবনা জেলা কারাগার, পানি উন্নয়ন বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ, বিভিন্ন সরকারি, আধা-সরকারি দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, স্কুল কলেজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষ্যে পাবনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads